জলপাইগুড়ি:- এলাকার একটি বচসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধুমধুমার জলপাইগুড়িতে। আহত পঞ্চায়েত প্রধান, পুলিশকর্মী সহ বেশ কয়েকজন। জারি ১৪৪ ধারা। মোতায়েন প্রচুর পরিমাণে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনী এলাকায় একটি বাইক ও টোটোর মধ্যে দুর্ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা বাধে। ক্রমেই সেই বচসা আকার নেয় বড় সংঘর্ষের। ঘটনাস্থলে পাতকাটা অঞ্চলের প্রধান, প্রধান হেমব্রম বাহিনী নিয়ে পৌঁছায় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইমাম, প্রধান হেমব্রম সহ বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গেলে এক পুলিশ কর্মী ঘটনায় ছুরিকাহত হয়েছেন বলে সূত্রের খবর। প্রত্যেককেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ও মারপিট হয়। ঘটনায় প্রধান হেমব্রম আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ফিরে এলেই বিস্তারিত জানা যাবে। এখানে রাজনৈতিক বা ধর্মীয় কোনো ব্যাপার নেই বলে জানান কৃষ্ণ বাবু। সমস্যা যাতে না বাড়ে তা দেখা হবে বলে জানান তিনি। ইন্দিরা গান্ধী কলোনী এলাকায় শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংঘর্ষ যাতে আর না বাড়ে তার জন্য বিশাল পুলিশবাহিনী বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে।
Home বাংলা উত্তর বাংলা এলাকার একটি বচসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধুমধুমার জলপাইগুড়িতে। আহত পঞ্চায়েত প্রধান,...