এম জি এন আর ই জি এ প্রকল্পে মন্দির সংস্কার ও রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

0
264

মালদা:-এম জি এন আর ই জি এ প্রকল্পে মন্দির সংস্কার ও রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। কালিয়াচক তিন নম্বর ব্লকের সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের গ্রামবাসীদের একাংশের। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতে শ্মশানের মন্দির সংস্কার ও রাস্তা নির্মাণের জন্য একশো দিনের প্রকল্পে 50 লক্ষ টাকা বরাদ্দ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান। গ্রামবাসীদের একটা অংশ বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপযুক্ত তদন্তের দাবি করেছেন বাসিন্দারা। যদিও প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান চন্দনা মন্ডল এর স্বামী অসিত কুমার মন্ডল। তিনি বলেন এগুলো মিথ্যে অভিযোগ। মাত্র দু’মাস আগে প্রধান নির্বাচিত হয়েছেন তাই ষড়যন্ত্র করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র। এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, তৃণমূল ও দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। সমস্ত জায়গাতেই এখন দুর্নীতির তদন্তে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে তদন্ত হবে। কেউ দূর্ণীতি করলে দল পাশে দাঁড়াবে না প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here