শীতল চক্রবর্তী কুশমন্ডি 20 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-এবার শাসক দলের কোনো নেতার বিরুদ্ধে নয়, এবার খোদ বিডিওর বিরুদ্ধেই কাটমানির চাওয়ার অভিযোগ তুললেন এক ঠিকাদার।এক লক্ষ দশ হাজার টাকার কাটমানির না পেয়ে ওই ঠিকাদার কাজের বরাদ্দ পাওয়ার পরেও কাজ আটকে রেখেছে বিডিও বলেও অভিযোগ তুলে জেলাশাসক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিডিওর বিরুদ্ধে। ঠিকাদারের অভিযোগ, কাটমানির টাকা না পেয়ে এই বিডিও তাকে ঠিকাদারি কাগজের ব্ল্যাকলিস্ট করারও হুমকি দিয়েছেন বলে তার এমন পদক্ষেপ।যদিও ব্লকের বিডিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। জেলা প্রশাসনের আধিকারিকেরা অবশ্য বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।খোদ বিডিওর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় রীতিমতো কুশমন্ডি সহ জেলাজুডে শোরগোল পড়েছে।

কুশমন্ডি ব্লকের আমিনপুর এলাকার বাসিন্দা শাকিব কনস্ট্রাকশনের কর্ণধর তথা ঠিকাদার মাইনুল হক এর অভিযোগ, ২৩ই সেপ্টেম্বর তারিখে ব্লকের এনআইটি নম্বর 2733/কে এম ডি /15th সি এফ সি/2021-22 ও 2738/কে এম ডি/15th সি এফ সি/2021-22 তিনি দুটি কাজের বরাদ পান। যার সমস্ত কাগজপত্র তিনি হাতে পেয়েছেন বলে ওই ঠিকাদার দাবি করেন।
মইনুল হক নামে আরাজি পানিশালা ,কুশমন্ডি থানা এলাকার বাসিন্দা ঠিকাদার এবং সাধারণ আদেশ সরবরাহকারী বিডিও বিরুদ্ধে অভিযোগ করে বলেন,গত ২৩/০৯/২০২১ তারিখে ই-টেন্ডারের মাধ্যমে দু’টি কনস্ট্রাকশন কাজের সুযোগ পাই আই নম্বর – 2733/KMD/15thCFC/2021-22 7738/KMD/15thCFC/2021-22, তাং- ২৩/০৯/২০২১। কিন্তু কুশমন্ডি ব্লকের বিডিও ও কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্যের সাথে মিলিতভাবে চক্রান্ত করে উক্ত টেন্ডারের নিরিখে আমার কাছে কাটমানি দাবী করেন।আমি স্বচ্ছ ভাবে কাজ করার স্বার্থে উক্ত কাটমানি দিতে অস্বীকার করায় বিডিও তাকে অহেতুক হয়রানি করার জন্য আমার সমস্ত কাগজ বৈধ আছে কিনা,তা যাচাই করার জন্য একটি চিঠি করেন, যার মেমো নম্বর- 3484 / KMD/2021-22, তারিখ ১২/২০২১।পরিপ্রেক্ষিতে প্রধান আমার স্বপক্ষে উত্তরও দেন বিডিও কাছেও বলে দাবি তার। তার পরেও বিডিও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার কাছে উক্ত দুটি কাজের জন্য সর্বমোট ১,১০,০০০/কাটমানি দাবি করেন।এমনকি কাজের বরাত বেআইনী ভাবে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন বিডিও বিরুদ্ধে ওই ঠিকাদার।
বিডিও বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ, তার পছন্দমত সমস্ত টেন্ডারের জন্য নিযুক্ত কন্ট্রাক্টরের কোন কাগজ ভেরিফাই না করেই তিনি ওয়াক ওড়ার দিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন ঠিকাদার।বিড়িও এহেন মানসিকতার জন্য জনসাধারনের উন্নয়নের কাজ ধমকে আছে ব্লক জুড়ে বলেও ওই ঠিকাদারের।
এমনকি ওই ঠিকাদারকে তিনি দেখে নেওয়া ও যে কোন স্থানে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তার। এমনকি ঠিকাদারি লাইসেন্স ব্লক লিস্টেড করারও হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়া কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকার তার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ করে বলেন, এমন অভিযোগ করেছে নাকি কই আমি জানিনাতো। তাছাড়া এমন কাজের সাথে আমি কোন ভাবে যুক্ত নয়।

জেলা শাসক জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এবার কাটমানি দাবি করার তালিকায় শাসক দলেরই তাদের পরে খোদ বিডিওর নাম জড়িয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে কুশমন্ডি সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুডে।