জলপাইগুড়ি:- এবার ভালুকের আতঙ্ক জলপাইগুড়ি সদর ব্লকের কাদবারি এলাকায়। কিছুদিন আগেই খোদ শহর জলপাইগুড়িতে ভালুক ঢুকেছে- এমন খবরে চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। তারপর ডেঙ্গুয়াঝারে। আর এবার সদর ব্লকের মন্ডল ঘাট এলাকার আদর পাড়ায়। বৃহস্পতিবার সকালে এই এলাকার বাসিন্দারা অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা খবর দেন জলপাইগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন ও বনদপ্তরকে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় কুমার রায় বলেন, পায়ের ছাপ দেখে ভালুকের মনে হচ্ছে। আমরা এলাকাবাসী আতঙ্কে রয়েছি। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত এসে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করলে আতঙ্ক কাটবে বলে জানান তিনি। অন্যদিকে এলাকায় পৌঁছান জলপাইগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ওয়াইল্ড’ লিফের সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত। তিনি পায়ের ছাপগুলো খতিয়ে দেখেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। দেবার্ঘ্য বাবু বলেন, পায়ের ছাপ ভালুকের না অন্য জন্তুর তা বনদপ্তর এসে বলতে পারবে। বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।