এবার অভিনব উপায়ে স্কুলের গাছে হারি বেঁধে প্রকৃতি সচেতনতা গড়ে তুলে নয়া নজির গড়ে তুলল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয

0
342

এবার অভিনব উপায়ে স্কুলের গাছে হারি বেঁধে প্রকৃতি সচেতনতা গড়ে তুলে নয়া নজির গড়ে তুলল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পুরিয়া মহেশপুর উচ্চ বিদ্যালয।,মূলত স্কুলে যে সমস্ত গাছগুলো রয়েছে তাতে হাড়িতে রং করে সেগুলো গাছের উপর বেধে দেওয়া হয়েছে। জানা যায় এর একটি মাত্র কারণ মূলত যাতে ছেলেমেয়েদের মধ্যে একটা প্রকৃতি সচেতনতা গড়ে ওঠে এছাড়া এগুলোতে এসে যাতে পাখি বাসা বাঁধতে পারে সেইজন্য। এর পাশাপাশি এখন পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের পাখি হারিয়ে যাচ্ছে।এলাকার মানুষরা বলেন ছোটবেলা যে সমস্ত পাখিগুলোকে দেখা যেত এখন সেসব পাখিগুলোকে আর সচরাচর দেখা যায় না। এই বাসা বাধার মাধ্যমে যদি পাখিরা যদি এখানে আসে। এবং আসেও সন্ধ্যাবেলার দিকে বলে তিনি বলেন। তিনি বলেন এর ফলে ছেলে মেয়েরা খুব আনন্দ পায়। একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা শিক্ষা লাভের সঙ্গে সঙ্গে যে এটাও যে প্রয়োজন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই উপলব্ধিটা যাতে ছাত্র ছাত্রীরা করতে পারে সে জন্য তারা অভিভাবক উপায়ে এই ধরনের কাজ করেছেন। এই অভিনব উপায় তৈরি করতে যার অক্লান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারিক তথা শিক্ষক সুমন্ত অধিকারী। এর ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে অভূতপূর্ব সারা পড়ে গিয়েছে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনা চাপ কে কাটিয়ে তুলে কিছুটা নির্মল পরিবেশে তাদের প্রকৃতি পাঠ টাও যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে স্কুলের পক্ষ থেকে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here