এনফিল্ডে চেপে ভোট প্রচারে বেরিয়ে বিপ্লবকে আক্রমণ সুকান্তর, পালটা চ্যালেঞ্জ তৃণমূলেরও

0
238

পঞ্চাশ বনাম পাঁচ বছরের অভিজ্ঞতা! এনফিল্ডে চেপে ভোট প্রচারে বেরিয়ে বিপ্লবকে আক্রমণ সুকান্তর, পালটা চ্যালেঞ্জ তৃণমূলেরও

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ মার্চ ——– পঞ্চাশ বনাম পাঁচ বছরের অভিজ্ঞতা! বিপ্লবকে হারাতে জেলায় পৌছে এনফিল্ড চালিয়ে ভোট প্রচার শুরু সুকান্তর। আক্রমণ তৃণমূল প্রার্থীকে, পালটা চ্যালেঞ্জ তৃণমূলেরও। সোমবার সকালে ট্রেন থেকে নেমেই স্টেশন চত্বর থেকে ভোট প্রচার শুরু করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খোদ রাজ্য সভাপতি কে নিজের কেন্দ্রে বাইক নিয়ে এমন ভোট প্রচার দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতা কর্মীরাও। আর যেখান থেকেই তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্র কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, মানুষকে বোকা বানাতেই জেলার একমাত্র মন্ত্রীকে সরিয়েছে তৃণমূল। তার দাবি মন্ত্রীত্ব থেকে পদত্যাগের পরেই টিকিট মিলেছে তার। তাই মন্ত্রীকে সরিয়ে জেলার ক্ষতি করেছে তৃণমূল। শুধু তাই নয়, তিনি আরো বলেন জেলার একমাত্র মন্ত্রী ছিলেন তিনি, সেটাও গেল, এবার আমরা হারিয়ে তাড়িয়ে দেবো। এই বৃদ্ধ বয়সে মানুষটাকে হারানোর কোন দরকার ছিল ? এমন ভাষাতেও এদিন তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছেন সুকান্ত।

এদিকে সুকান্তর এমন মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূলও। তাদের দাবি, এটা দলের সিদ্ধান্ত। একজন বিরোধী দলের নেতার কথায় কি আমাদের প্রার্থী ঠিক করতে হবে ? এমন প্রশ্নও ছুড়েছেন তৃণমুল নেতা সুভাষ চাকি। তার দাবি, বিপ্লব মিত্র এজেলায় রাজনীতির ব্রান্ড। তাই তাকে প্রার্থী করেই দলনেত্রী ঠিক কাজ করেছেন। আগামীদিনে সুকান্ত বাবুকে তলপি গুটিয়ে তার আগের অধ্যাপক জীবনে পাঠিয়ে দেবেন বলেও হুশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূলের ওই বর্ষীয়ান নেতা। একইসাথে রাজনীতির অভিজ্ঞতার তুলনা করে সুকান্তকে পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন সুভাষ বাবু। তিনি বলেন, সুকান্তর কাছে রাজনীতির অভিজ্ঞতা মাত্র পাচ বছরের। কিন্তু তার বিপক্ষে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার রাজনীতির অভিজ্ঞতা পঞ্চাশ বছরের। ১৯৭৭ সাল থেকে রাজনীতির ময়দানে নেমে লড়াই আন্দোলন করছেন বিপ্লববাবু। তাই এই আসনে তাদের জয় নিশ্চিত দাবি করে সুকান্তকে পুনরায় অধ্যাপক জীবনে ফেরানোর হুশিয়ারি দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here