এনজিপি পাটনা বন্দে ভারতের শুভ সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আজ এনজিপি থেকে পাটনা বন্দে ভারত ট্রেনটি আলুয়াবাড়ি স্টেশন এসে দাঁড়ায় এবং উৎসাহী সাধারণ মানুষ থেকে রেল কর্মী প্রত্যেকেই ট্রেনকে দেখার জন্য ভিড় করেন। এন এফ রেলওয়ে
কাঠিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বন্দে ভারত ট্রেনের সূচনা করেন। এনজিপি থেকে ছেড়ে পাটনা অব্দি যাবে যার মধ্যে কিশান্গঞ্জ, কাঠিয়ার স্টপেজ রয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের দ্রুত গতিতে তার কাজ চলছে আলুয়াবাড়ি স্টেশনে। এক ভারত এক প্রোডাক্ট এর স্টলের শুভ উদ্বোধন হয়।
বাইট=সুরেন্দ্র কুমার ডিআরএম কাঠিয়ার
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর এনজিপি পাটনা বন্দে ভারতের শুভ সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি