এনআইএ ও সিবিআই বিজেপির ভাইভাই, ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স!

0
196

এনআইএ ও সিবিআই বিজেপির ভাইভাই, ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স! তপনের বাঘইট ময়দানে বিপ্লব মিত্রের সমর্থনে সভা করতে এসে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতার। উন্নয়ন ইশ্যুতে সুকান্তকে কুলাঙ্গার আখ্যা তৃণমূল সুপ্রিমোর

নীপা চক্রবর্তী গঙ্গারামপুর ৬ এপ্রিল: এনআইএ ও সিবিআই বিজেপির ভাইভাই ,ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স, এরা জোর করে টাকা তুলছে আর বিজেপিকে দিয়ে দিচ্ছে ভোটের সময়। তপনের বাঘইট মাঠ থেকে বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সর্মথনে জনসভা করতে এসে এমনই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, ওরা কানে দিয়েছে তুলো আর পীঠে বেধেছে কুলো। যত পারে সিবিআইকে কিলো এনআইকে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্সকে দিয়ে কিলো, ইডিকে দিয়ে কিলো করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।একইসাথে এদিনের জনসভা থেকে সকলকে সিএএ নিয়ে সতর্কবার্তাও শুনিয়েছেন তিনি। তার কথায় ক্যা করলেই বিদেশী হয়ে যাবেন। আর বিদেশী হলেই ৫০ বছর আগে বাবা মায়ের সার্টিফিকেট জোগাড় করতে হবে। আর তা না দিতে পারলেই ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে। আসামের পরিসংখ্যান তুলে ধরে সিএএ নিয়ে আতঙ্কের কথা এদিন সভায় দাঁড়িয়ে শুনিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কুলাঙ্গার বলতেও পিছপা হননি তিনি। সাংসদ হিসেবে গত পাঁচ বছরে একেবারে ব্যর্থ হয়েছেন তিনি। যে প্রসঙ্গ তুলে ধরেই এদিন সকলকে একজোট ভাবে বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র কে বিপুল ভোটে জয়ী করার ডাকও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে হেলিকপ্টারে করে প্রথমে তপনের বাঘইট মাঠে সভা করতে নামেন। যে মঞ্চে উঠেই দলের বেশ কিছু নেতৃত্বদের সাথে আলাদা আলাদাভাবে কথা বলতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কে। এরপরেই মঞ্চে উঠে কুমারগঞ্জের পুরনো একটি ঘটনার স্মৃতিচারনা করে সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছেন তিনি। প্রায় ৪৪ মিনিট বক্তব্য রাখবার পরেই আবার হেলিকপ্টারে চেপে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সভা করতে ছুটে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এদিন বক্তব্য রাখতে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় এজেলার জলকষ্ট নিয়ে সরব হন। তিনি বলেন, আপনারা যাকে ভোট দিয়ে জিতিয়েছেন তিনি সাংসদে গিয়ে কোনদিনও এই ব্যাপার নিয়ে সরব হননি। বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডির মানুষজন কেন জল পাই না।গঙ্গার ভাঙ্গন নিয়ে একবারো কোথাও বলেছেন সুকান্তবাবু? এদিন তিনি আরো বলেন ,আমি থাকলে লক্ষ্মীভান্ডার ও কেন্দ্র বন্ধ করে দেওয়া বয়স্ক ও বিধবারা ভাতা পাবেন। এখন থেকে একাদশ শ্রেনী থেকেই স্মাটফোন পাবেন। আপনারাই আমার গ্যারান্টি,আর আমার গ্যারান্টি মা মাটি মানুষ মানে আপনারা। এদিনের এই জনসভায় প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোসারফ হোসেন, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামন্ত্রী বিহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রায় সকল স্তরের তৃণমূল নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here