কোচবিহার:- এডমিট কার্ড না পাবার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না প্রায় সাত জন ছাত্রী । ঘটনাটি কোচবিহার চান্দামারী প্রাণনাথ হাই স্কুলের ঘটেছে। স্কুলের সাতজন ছাত্রী যারা ফরম ফিলাপ করেছিল তবে অন্যান্য ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড প্রদান করা হলেও এই সাতজনকে এডমিট কার্ড দেওয়া হয়নি। বারবার তারা স্কুলে গিয়েছে তাদের স্কুল থেকে বলা হয়েছে দেওয়া হবে কিন্তু আজ পরীক্ষা শুরু হলেও তারা হাতে এডমিট কার্ড পাননি যার ফলে তারা এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না । এমতাবস্থায় তারা থানার দারস্ত হয়েছে ।এই অবস্থায় এই ছাত্রীদের এবার আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না। তাদের বক্তব্য অনুযায়ী প্রায় এক সপ্তাহ ধরে তারা এডমিট কার্ডের জন্য বিদ্যালয় গেলে তাদের আজকাল করা হয় ।শেষমেষ তারা এডমিট কার্ড পায়নি ।
যদিও কোচবিহার জেলা মধ্য শিক্ষা পর্ষদ আহবায়ক সঞ্জয় সরকার বলেন, যতটুক খবর পেয়েছি এই ছাত্রীরা ফ্রম বাংলাদেশ ফিলাপ করেনি ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর এডমিট কার্ড না পাবার কারণে মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না প্রায় সাত...