গঙ্গারামপুরের কাসেমমোড়ে এটিএম ভেঙে চুরির চেষ্টার অভিযোগে কুমারগঞ্জে মসজিদ পাড়ার যুবককে গ্রেপ্তার পুলিশের পাঠানো হল আদালতে
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৯ জুলাই দক্ষিণ দিনাজপুর:
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম জাকির শেখ,তার বাড়ি কুমারগঞ্জ থানার মসজিদপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫দিন আগে গঙ্গারামপুর থানার অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেমমোড় এলাকায় একটি এটিএম ভাঙচুর করে টাকা চুরির চেষ্টা হয়। ব্যাংকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং শুক্রবার গভীর রাতে মসজিদপাড়া থেকে জাকিরকে গ্রেফতার করে।শনিবার দুপুরে ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন, “এটিএমে টাকা লুটের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।”