এজেন্সির গাফিলতিতে বালুরঘাটে বন্ধ পথবাতি ! ক্ষোভ বিরোধীদের

0
193

এজেন্সির গাফিলতিতে বালুরঘাটে বন্ধ পথবাতি ! ক্ষোভ বিরোধীদের, ভোটের ফলাফল সামনে এনে বাম বিজেপির সহবস্থান নিয়ে পাল্টা আক্রমণ চেয়ারম্যানের ।

এজেন্সির গাফিলতিতে শহরে সাময়িক বন্ধ পথবাতি । সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ বিরোধীদের । বাম বিজেপির সহবস্থান নিয়ে পাল্টা আক্রমণ চেয়ারম্যানের । শনিবার সন্ধ্যে থেকে বালুরঘাট শহরের বেশকিছু এলাকায় পথবাতি বিভ্রাটকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা । যে ঘটনা নিয়েই বাম ও বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ।
পুরসভা সূত্রের খবর অনুযায়ী বালুরঘাট শহরের ২৫টি ওয়ার্ডে পথবাতি পরিষেবার জন্য রেমকো নামে একটি বেসরকারি সংস্থার চুক্তি রয়েছে । সেই অনুযায়ী প্রতিদিন ওই সংস্থার মোট ১২ জন কর্মী শহর জুড়ে পথবাতি জ্বালানো ও নেভানোর কাজ করে । সঠিক সময়ে শহরজুড়ে পথবাতিগুলি পরিচালনার জন্য টাইমার বসানোর কথা ছিল কাজে নিযুক্ত ওই সংস্থারই । কিন্তু তা না বসিয়ে বেশকিছুদিন ধরে গড়িমসি চালাচ্ছিলেন ওই সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বলে অভিযোগ । যে ঘটনা নিয়ে ইতিমধ্যে পুরসভার তরফে তিনবার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে ওই সংস্থাকে । কিন্তু তার পরেও হুশ ফেরেনি কর্তৃপক্ষের । এদিকে এই পথবাতি পরিষেবার কাজে নিযুক্ত এজেন্সির সাথে যুক্ত ১২ জন কর্মী বেশকিছু দিন ধরে তাঁদের বেতন পাচ্ছেনা বলে অভিযোগ তুলে শনিবার থেকে কাজ বন্ধ রাখেন তারা । আর যার জেরেই শহরের বেশকিছু এলাকা সন্ধ্যে থেকে অন্ধকারে ডুবে যায় । যদিও এই খবর পাওয়ার কিছুক্ষণ পরেই পৌরকর্তৃপক্ষের তৎপরতায় জ্বলে ওঠে শহরের সমস্ত পথবাতি । এদিকে এই ঘটনা নিয়ে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মাঠে নামে বিরোধীরা ।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পরে বালুরঘাট শহরের বেশকিছু এলাকায় পুরসভার সরবরাহকৃত পানীয় জল নিয়ে অভিযোগ তোলে বিরোধীরা । তাঁদের অভিযোগ এই নির্বাচনে শহরের ভোটাররা তৃণমূল বিরোধী ভোট দেওয়ায় তাঁদের ইচ্ছাকৃত ভাবে ঘোলা জল সরবরাহ করছে শাসক দল পরিচালিত এই পৌরসভা । শনিবার সন্ধ্যে থেকে শহরের বেশকিছু এলাকায় পথবাতি বিভ্রাট শুরু হতেই সোশ্যাল মিডিয়াতে ফের বিরোধীদের রোষানলের মুখে পড়ে তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান । যা প্রকাশ্যে আসতেই পাল্টা তাঁদের বিরুদ্ধেই মুখ খুলেছেন চেয়ারম্যান অশোক মিত্র । তাঁর অভিযোগ, পরিসংখ্যান অনুযায়ী শহরের বাম ভোট মিলে গেছে বিজেপিতে । আর তাই যেকোন সমস্যাকেই বাম বিজেপি সহবস্থান ভাবে রাজনীতির ফায়দা তুলতে চাইছে ।
চেয়ারম্যান অশোক মিত্র বলেন, পৌরসভার সাথে চুক্তিবদ্ধ ইলেকট্রিক এজেন্সির কোন বিল বকেয়া নেই । এজেন্সি তাঁদের কর্মীদের বেতন দিয়েছে না দেয়নি তা তাঁদের জানবার বিষয় নয় । পথবাতি বন্ধ থাকার খবর পেয়ে মুহুর্তের মধ্যেই তা স্বাভাবিক করা হয়েছে । শুধু তাই নয়, কাজে নিযুক্ত ওই এজেন্সির বিরুদ্ধে যাবতীয় আইনঅনুযায়ী পদক্ষেপ নেবার উদ্যোগ নেওয়া হয়েছে ।
***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here