এখনি পঞ্চায়েত ভোট ও বুনিয়াদপুর পৌরসভা ভোট হলে পরাস্ত হবে তৃণমুল বুনিয়াদপুরে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার
গঙ্গারামপুর ১১মে দক্ষিণ দিনাজপুরঃ-এখনি পঞ্চায়েত ভোট ও বুনিয়াদপুর পৌরসভা ভোট হলে পরান্ত হবে তৃণমূল।বিজেপি ভোটের একটাই শাসকদলের চরম দুর্নীতি ও সদ্য ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর এলাকায় বিজেপির দলীয় পার্টি অফিসে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে একটি সভাতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনি মন্তব্য করেন জেলার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। পাশপাশি তিনি বলেন, ছাপ্পা ভোট করতে পারব না তৃণমূল,বিজেপি কর্মীরাও তৈরি আছে। যদিও তৃণমূল নেতা বলছে মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবে শাসকদলকে। বিজেপির রাজ্য সভাপতি বাজার গরম করতে চাইছে। তাতে কোন লাভ হবে না।
পঞ্চায়েত ভোট হবে, এই আনাগোনায় বাজার বর্তমানে সরারম অবস্থায় রয়েছে। শাসকদল যেমন তাঁদের সংগঠন মজবুত করতে উঠেপড়ে লেগেছে যুবক জেলা তৃণমূলের সভাপতি মৃনাল সরকারকে দিয়ে।তেমনি জেলার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এডেলার পাশাপাশি সারা রাজ্যেজুড়েই বিজেপি কর্মীদের মনবল চাঙ্গা করে তুলেছেন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। বৃহস্পতিবার বিকেলে বুনিয়াদপুর শহরের কেটমোড় এলাকায় বিজেপির দলীয় পার্টি অফিসে পঞ্চায়েত ভোট ও বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হবার পরে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অখিল বর্মনকেই বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন ও পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডুকেই সহকারী চেয়ারপার্সন হিসেবে রাজ্যে সরকার দুজনকে অনুমতি দিয়েছে। সাংসদ তথা রাজ্যে বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আগামী পঞ্চায়েত ভোট ও বুনিয়াদপুর পৌরসভার ভোটের বিষয়ে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গ করেন।
সেই সভাতে সাংসদ তথা রাজ্যে বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও জেলা বিজেপির সভাপতি সরূপ চৌধুরী,বুনিয়াপুর টাউন বিজেপির অন্যতম নেতা সঞ্জিত দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করা হয়েছিল এখনি পঞ্চায়েত ভোট ও বুনিয়াদপুর পৌরসভা ভোট এক সঙ্গে হয় তাহলে কি হবে? উত্তর দেন পরাস্ত হবে তৃণমুল৷পঞ্চায়েত ভোটের ইস্যু কি হবে জিজ্ঞাসা করতেই জানান,শাসকদলের চরম দুর্নীতি ও সদ্য ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা।
যদিও এবিষয়ে জেলা তৃণমুল সভাপতি মৃনাল সরকার জানিয়েছেন মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবে শাসকদলকে। বিজেপির রাজ্য সভাপতি বাজার গরম করতে চাইছে,তাতে কোন লাভ হবে না।