কোচবিহার:-এখনও ডুবে আছে কোচবিহার শিবযজ্ঞ সংলগ্ন নারায়ণপল্লীর কেশব নন্দন সরণীর একাংশ। এখানে প্রায় 200 টি পরিবারের বাস। প্রবল বৃষ্টিতে যখন জলমগ্ন হয়ে পড়ে গোটা কোচবিহার, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নারায়ণ পল্লীর অবস্থা একেবারে ভয়াবহ হয়ে দাড়িয়েছে। এই পল্লীতে যে জনপদ গুলি রয়েছে সেগুলি তলিয়ে গেছে জলের তলায়,এই অবস্থায় বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে। যার দরুন এই ২০০ টি পরিবার বেশ কষ্টের মধ্যে দাঁড়িয়ে দিন কাটাচ্ছেন। তাদের খাওয়া দাওয়া চলাফেরা করা একপ্রকার কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। জনপদ গুলির পাশে খানাখন্দ হওয়ায় বিপদের ঝুঁকি বেড়েই যাচ্ছে রাস্তার জনপদ যেন পরিণত হয়েছে আস্ত ডুবায়।
প্রতিটি বাড়ি পায় জলমগ্ন পরিস্থিতিতে রয়েছে, এই অবস্থায় ওই পরিবার গুলির বাইরে বেরোনো একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর তাই তারা ক্ষোভ উপড়ে দিয়েছেন সাধারণ জনপ্রতিনিধির ওপর। বিষয়টি নিয়ে এর আগে তারা জনপ্রতিনিধিদেরকে জানালেও জনপ্রতিনিধিরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নারায়ন পল্লীর ওই জনপদগুলি পাকা রাস্তা করবার দাবি তুলছেন তারা।