আলিপুরদুয়ার :৩১ জাতীয় সড়কের ধার থেকে হরিয়ানার বাসিন্দা ২৪ বর্ষীয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চ্যাঞ্চল্য ছড়ালো রবিবার কালচিনি থানা এলাকায় । এদিন সকালে আলিপুরদুয়ার সংলগ্ন দমনপুরের ৩১ নং জাতীয় সড়কের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ । পুলিশ সুত্রে খবর ঐ যুবকের নাম সোমবির সে হরিয়ানা বাসিন্দা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । কিভাবে হরিয়ানার বাসিন্দা এক যুবকের মৃতদেহ এই এলাকায় এল, এই নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।