এক মাসের মধ্যে প্রশাসনের কাছে আত্মসমর্পণকারী প্রাক্তন KLO এবং KLO লিংক মেনদের চাকরি প্রদান করা না হলে তারা পুনরায় মূল স্রোতে ফিরে যেতে বাধ্য হবেন ।

0
506

কোচবিহার:-এক মাসের মধ্যে প্রশাসনের কাছে আত্মসমর্পণকারী প্রাক্তন KLO এবং KLO লিংক মেনদের চাকরি প্রদান করা না হলে তারা পুনরায় মূল স্রোতে ফিরে যেতে বাধ্য হবেন । সোমবার এই দাবী নিয়ে কোচবিহার জেলা শাসক দপ্তরে মাধ্যমে মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠান প্রাক্তন KLO এবং KLO লিংক মেন সদস্যরা । এদিন তারা বলেন অনেকের ইতি মধ্যে চাকরি হয়েছে ।তবে যারা প্রকৃত আত্মসমর্পণকারী KLO ও KLO লিংক মেন তারা এখনো চাকরি পাননি । অনেকেই মারা গিয়েছেন তাদের পরিবারের কাউকে চাকরি দেওয়া হয়নি। এই অবস্থায় অনেকটাই সমস্যার মধ্য দিয়ে তারা দিনযাপন করছেন । তাই এই অবস্থায় তাদের গুগোল চাকরি প্রদান করা না হলে তারা মূল স্রোতে ফিরে যেতে বাধ্য হবে ।


একসময় উত্তরবঙ্গ কোচবিহার KLO দাপাদাপি ছিল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অনেকেই আত্মসমর্পণ করেন । তোমাদেরই তাদের মূল স্রোতে ফিরে এসেছে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । সে মোতাবেক অনেকের চাকরি হয়েছে । তবে কোচবিহার জেলার এখনো অনেকে চাকরি হয়নি। এই ধরনের প্রায় 78জন রয়েছে যাদের কার চাকরি হয়নি ।এদের মধ্যে অনেক KLO এবং অনেক KLO লিংক মেন ছিল ।তবে বর্তমান ফের উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে যে রাজ্য রাজনীতি শুরু হয়েছে ।এর মধ্যে KLO চিফ জীবন সিং বিভিন্ন ভিডিও বার্তা দেখা গিয়েছে ।তারা উপর নতুন করে আত্মসমর্পণকারী KLO ও KLO লিংক মেন চাকরির দেওয়ার দাবি পূরণ না হলে পুনরায় মূল স্রোতে ফিরে হওয়ায় কথা বলার কারনে নতুন করে সমস্যা তেরি হাতে পারে বলে মনে করছে রাজনীতি মহল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here