শিলিগুড়ি:-এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়ার লিউসিপাকড়ি বাজার।শুক্রবার রাতে ঘটা এই অগ্নিকান্ডের সম্পূর্ণ বশীভূত হয়ে যায় একাধিক দোকান।জানা গেছে ওই বাজারের একটি ওষুধের দোকান প্রথম আগুন লাগে তারপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।এর জেরে বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।ঘটনার পর দমকলের বেশকয়েকটি ইঞ্জিন গিয়ে গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গেছে এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।তবে আগুন লাগার কারন খতিয়ে দেখছে দমকল বিভাগ।অন্যদিকে এই অগ্নিকাণ্ড দোকান ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।
Home বাংলা উত্তর বাংলা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল শিলিগুড়ি মহকুমার ফাঁসীদেওয়ার লিউসিপাকড়ি বাজার।