কোচবিহার:- এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তুফানগঞ্জ মহকুমা বক্সিরহাট সংকোশ নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার নদীর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় পরে স্থানীয়াই খবর দেয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। শনিবার সকালে তুফানগঞ্জ-২ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ফলিমারী গাঙ্গুলী মোর সংলগ্ন সংকোশ নদী এলাকার ঘটনা ।
জানা যায় মৃত ওই ব্যক্তির নাম জয়ন্ত হেমরম বয়স ৪৫ তার বাড়ি কোকরাঝাড় জেলার গোঁসাইগাঁও থানার নৈচাপুর ম্যাচ পাড়া এলাকায়।
এদিন সকালে নদী পারে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জানান, নদীর পাশ দিয়ে কয়েকজন মিলে যাওয়ার সময় নদীর পারে একটি মৃতদেহ ভাসতে দেখি । পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা মানসিক ভারসাম্যহীন থাকায় গত ৮ তারিখ বুধবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান জয়ন্ত। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাইনি পরিবারের লোকজন।তবে এদিন নদীতে ভেসে আসা মৃতদেহ উদ্ধারে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই মৃত ব্যক্তির পরিবারের লোকজন