এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে

0
1146

এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কলাগছ চঞ্চলে। গতকাল সকাল ১০টা নাগাদ গাড়ি ব্যবসায়ী বিনয় সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। দুপুর দুটোর পর থেকে মোবাইলে আর যোগাযোগ সম্ভব হয়নি। রাতে ১ অপরিচিত ব্যক্তি এসে খবর দেন বিনয় একটি হোটেলে মদ খেয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। বাড়ির লোক হোটেলে পৌঁছালে দেখা যায় হোটেলের ঘর থেকে তাকে অসুস্থ অবস্থায় বাইরে বের করা হচ্ছে। এরপর তাকে দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র ঘুরে ইসলামপুর হাসপাতালে যখন নিয়ে আসা হয় চিকিৎসকরা বলেন তার মৃত্যু তিন থেকে চার ঘণ্টা আগে হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তাদের অভিযোগ, যারা তার সাথে মদ খেয়েছিল তারা কোথায় গিয়েছে? যদি মদ খেয়ে বিনয় অসুস্থ হয় তাহলে তার সাথে যারা ছিল তারা কেন অসুস্থ হয়নি? আর বিনয় অসুস্থ হলে কেন তাদেরকে তারা জানাননি? হোটেল থেকেও কেন তাদেরকে জানানো হয়নি? খবর দেওয়া হয় চোপড়া থানায় । চোপড়া থানার পুলিশ হোটেলটি সিল করে দেয় এবং হোটেল মালিক কে গ্রেফতার করে হোটেল মালিক কে গ্রেপ্তার করে। খোঁজ চালাচ্ছে তার বন্ধুদের।বর্তমানে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। বিনয় সরকারের মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি যারা দোষী পুলিশ যেন তাদেরকে কঠোর শাস্তি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here