শিলিগুড়ি:-
এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহরে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের নন্দীগ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।স্থানীয় একটি মাঠে থাকা গাছ থেকে বৃদ্ধ ঐ দম্পতির দেহ উদ্ধার করে এনজেপি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতদের নাম সুশীলা বর্মন ও নগেন বর্মন।নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।জোড়া দেহ উদ্ধার এর ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত নগেন বর্মন দিন মজুরের কাজ করতেন।দম্পতির এক ছেলে ও মেয়েও আছে।তাদের সাংসারিক ঝামেলা লেগেই থাকত বলে জানা গিয়েছে।শুক্রবার ভোর ৫টা নাগাদ স্থানীয় এক মহিলা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মাঠে থাকা একটি গাছে ওই বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পায়।তারপরই গোটা এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।