এক বাংলাদেশীকে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ যদিও আর এক বাংলাদেশী সীমান্ত এলাকা থেকে পালিয়ে যেত সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশির নাম কাউসার আলী, (২৪) ধৃতের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আরো জানা গেছে গত ৭ তারিখে রাত্রি দশটা নাগাদ পুরাতন মালদার মুচিয়ার আদমপুর সীমান্তে সন্দেহভাজন দুই যুবক ঘোরাফেরা করছিল অর্থাৎ নদী পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সীমান্তবর্তী এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা ওই দুই যুবককে ধাওয়া করে এবং কাউসার আলীকে ধরে ফেলে এবং ওপর আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।। মুচিয়া বিওপি’র বিএসএফ গতকালকে মালদা থানায় এই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং অনুপ্রবেশকারী ওই বাংলাদেশিকে মালদা থানা পুলিশে কে হস্তান্তর করে। আজ অভিযুক্ত এই বাংলাদেশিকে মালদা জেলা আদালতে পাঠানো হয়। আদালতে যাওয়ার পথে ওই বাংলাদেশি জানায় সে বেশ কিছুদিন আগে আরেকজনের সাথে চোরাপথে এই ভারতে এসেছিল এক আত্মীয়র বাড়িতে, গত বুধবার তারা নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল কিন্তু বিএসএফ দের হাতে ধরা পড়ে যায়।

























