কোচবিহার:- এক পুরুষ পুলিশের বিরুদ্ধে এক মহিলাকে চুলের মুঠি ধরে গাড়িতে তোলার ঘটনায় তোলপাড় কোচবিহার জেলার রাজনীতি । ইতিমধ্যে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে সড়ক হয়েছে বিরোধীরা । উল্লেখ্য এক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার । বিচারের দাবিতে সোমবার তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে প্রতিবাদ করে ওই মহিলা। মহিলার দাবি পারিবারিক এক সমস্যা নিয়ে সালিশি সভা ডাকা হয়েছিল । সেই শালিসি সভায় তাকে মারধর করে এলাকায় তৃণমূল নেতা জাহাংগীর আলি। ঘটনায় গত ৯ তারিখ তিনি থানায় অভিযোগ করতে গেলেও তার অভিযোগ নেয়নি পুলিশ । তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে দাবি করেন । এরপরই সোমবার বিচারের দাবিতে মহিলার এমন প্রতিবাদ করেন । তার এমন প্রতিবাদের এলাকায় ভীড় জমে যায়। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ । পরে ঘটনাস্থল থেকে ওই মহিলাটি নিয়ে যায় পুলিশ। সেই সময় ওই মহিলাকে এক পুরুষ পুলিশ আধিকারিক চুলের মুঠি ধরে মারধর করে গাড়িতে তোলেন । জানিয়েই তোলপাড় শুরু হয়েছে। কারণ একজন মহিলাকে কিভাবে এক পুরুষ পুলিশ গাড়িতে এভাবে মারধর করে তুলতে পারে । ইতিমধ্যে এই ঘটনা নিয়ে স্বরূপ হয়েছে বিরোধী শিবির। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে। ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদকের অভিযোগ তৃণমূল নেতাদের খুশি করতে পুলিশের এই ভূমিকা । যে রাজ্যে পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে মহিলারা বর্তমানে সুরক্ষিত নয় ।
যদিও এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ইতিমধ্যে ওই পুলিশ আধিকারিক ক্লোস করা হয়েছে । বিজেপি সমস্ত ঘটনা নিয়ে রাজনীতি করে । তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি কিন্তু এখানে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর এক পুরুষ পুলিশের বিরুদ্ধে এক মহিলাকে চুলের মুঠি ধরে গাড়িতে তোলার ঘটনায়...