এক দিনে মাদারিহাট ব্লকে বুনো হাতির হানায় মৃত্যু হল দুজনের । এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

0
364

আলিপুরদুয়ার এক দিনে মাদারিহাট ব্লকে বুনো হাতির হানায় মৃত্যু হল দুজনের । এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বুনো হাতির হানা বৃদ্ধি পেয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে।
গতকাল দুফুরে মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানের নিবাসী নীতু পাইক ঘাস কাটতে বেরিয়েছিল কিন্ত রাত হয়ে গেলে ঘড়ে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয় । তারপর তারা দেখে বাগানে বুনো হাতির দল এবং চা বাগানে নীতু পাইকের মৃতদেহ।

ওপরদিকে হাতির হানায় মৃত্যু হল মাদারিহাটের উত্তর খয়েরবাড়ি বাসিন্দা ৬০ বর্ষীয় এতয়া খড়িয়া । গতকাল বিকেলে ঘড় থেকে বের হয় । কিন রাত হলেও ঘড়ে না ফেরায় সবাই খুঁজতে বের হয় । এলাকার জঙ্গলের পাশে গ্ৰামে তার মৃতদেহ দেখতে পায় বাসিন্দারা । শরীরের আঘাত দেখে প্রাথমিক অনুমান হাতির হানায় তার মৃত্যু হয়েছে । মাদারিহাট পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here