বুনিয়াদপুর পৌরসভার বড়াইলে ঠিকাদারি বিবাদকে কেন্দ্র করে এক ঠিকাদার আরেক ঠিকাদারের বাড়িতে গিয়ে পিস্তল দেখিয়ে বাড়িতে ভাঙচুর করা সহ ওই ঠিকাদারকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে,অস্বীকার অভিযুক্ত ঠিকাদারদের- খোঁজ নিয়ে দেখবেন জানালেন মন্ত্রী তদন্ত শুরু করেছে পুলিশ -শোরগোল এলাকাজুড়ে
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,১৮ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর–-ঠিকেদারি কাজের ঝামেলার ঘটনাকে কেন্দ্র করে এক ঠিকাদারের বাড়িতে চড়াও হয়ে পিস্তল দেখিয়ে বাড়ির লোকজনদের ভয় দেখানোর পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ তুলেছেন আরেক ঠিকাদার সহ তার বেশ কিছু অনুগামীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার বড়াইল এলাকায়।ওই ঠিকাদারের অভিযোগ,সঞ্জয় ও সুমন নামে ঠিকাদার কয়েকজনকে নিয়ে গিয়ে তার বাড়ি ভাঙচুর করার পরে তাকে জোর করে তুলে নিয়ে এসে পীরতলাতে ব্যাপক মারধর করে বলে অভিযোগ তার।বর্তমানে সংকটজনক অবস্থায় রশিদপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে সঞ্জীব নামে বড়াইল ঠিকাদার বলে দাবি তার।এবিষয়ে থানায় তিনি লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন । অভিযুক্ত ঠিকাদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। খোঁজ নেবেন বলে জানিয়ে মন্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

বুনিয়াদপুর পৌরসভা বড়াইল এলাকার ঠিকাদার সঞ্জিব সরকারের অভিযোগ, গত মাসের 21 তারিখে ঠিকাদারের বিষয় নিয়ে সঞ্জয় ঘোষ এর সঙ্গে বিবাদ শুরু হয় তার বলে দাবি করেন সঞ্জীব সরকার নামে ওই ঠিকাদার।সঞ্জয়ের সঙ্গে সুমন বিহারীর সম্পর্ক রয়েছে বেশ ভালোই , ঠিকাদারি কাজের সুবাদে। ঠিকাদার সঞ্জিব এর অভিযোগ,সেই ঘটনার রেশ ধরেই এদিন সকালে ঠিকাদার সঞ্জয় ঘোষ , আরেক ঠিকাদার সুমন বিহারী বুনিয়াদপুর এর বেশ কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে গিয়ে ঠিকাদার সঞ্জীব সরকারের বাড়িতে গিয়ে তারা সঞ্জীবের খোঁজ করেন।অভিযোগ, ঠিকাদার সঞ্জীবকে বাড়িতে না পেয়ে,পিস্তল দেখিয়ে তার বাড়ির লোকদের ভয় দেখানো হয়।এমনকি সঞ্জীবের বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করে বলেও অভিযোগ করেন ঠিকাদার সঞ্জীব সরকার পরিবারের লোকজন। ঠিকাদার সঞ্জীব সরকার এর বাড়ি ভাঙচুর হবার পরে, তার এক আত্মীয় অভিযোগ করে জানিয়েছেন, বেশ কয়েকজন মিলে বাড়িতে প্রবেশ করে। হাতে পিস্তল ছিল তাদের। সঞ্জীবকে না পেয়ে পিস্তল দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করে তারা চলে গেল। দোষীদের কঠোর শাস্তি দাবি জানাই।

সঞ্জীব সরকার নামে ঠিকাদার আরেক ঠিকাদার সঞ্জয় ঘোষ, সুমন বিহারী সহ বেশ কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি ওদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। সেজন্য ওরা আমাকে তুলে নিয়ে এসে বুনিয়াদপুর এর পীরতলাতে ব্যাপক ভাবে মারধর করেছেন। আমি চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। অভিযুক্তদের নামে থানায় লিখিত অভিযোগ জানাবো। যদিও ঘটনায় অভিযোগের নাম ওঠা ঠিকাদার সঞ্জয় ও সুমন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।হরিরামপুরের বিধায়ক কথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র বিষয়টি শোনার পরেই তিনি জানান,খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এমন ঘটনা খবর পেতেই পুরো ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন বংশীহারি থানার পুলিশ।এমন ঘটনা রীতিমতো শোরগোল পড়েছে বুনিয়াদপুর শহর জুড়ে।