এক চর্তুথ শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

0
436

রায়গঞ্জ:-এক চর্তুথ শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েত হাটমনি এলাকাতে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম বাপ্পা রায়। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েত হাটমনি এলাকার হাটমনি-শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী তার মার্কশিট নেওয়ার জন্য স্কুলে এসেছিল। স্কুল ফাঁকা পেয়ে স্কুলের প্রধান শিক্ষক বাপ্পা রায় ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে সমস্ত ঘটনা তার মাকে বললে গ্রামবাসীরা স্কুলে এসে প্রধান শিক্ষককে ব্যাপক মারধর করে স্কুল ঘরে তালা বন্ধ করে রেখে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। স্কুলের ঘরের তালা খুলে ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক বাপ্পা রায়ের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here