কোচবিহার :-
কোচবিহার :- এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে ছয় রাউন্ড গুলি চালাল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নগরনেপরা গ্রামে। ঘটনায় এক পুলিশ আধিকারিক জখম হয় বলে অভিযোগ।
গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে, আজিউল মিয়াঁ নামে এক কুখ্যাত দুষ্কৃতী বাড়ি ফিরেছে পরিবারের সঙ্গে দেখা করতে। নালের বিরুদ্ধে গোরু পাচার ও গুলি চালানো সহ একাধিক মামলা রয়েছে। গতকাল রাতে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে। পুলিশ দরজায় ধাক্কা মারতেই নাল মিয়াঁ ও তার এক সঙ্গী বাড়ির পেছনে প্রাচীর টপকে বের হয়। পুলিশের ঘেরাটপে পড়েছে বুঝতে পেরে এলপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। শীতলকুচি থানার পুলিশও পালটা ছয় রাউন্ড গুলি চালায়। অন্ধকারে থাকায় নাল মিয়াঁ পালিয়ে যায়। পুলিশ সূত্রে নল মিয়ার স্ত্রী ও মেয় পুলিশের উপর আক্রমন করে । এরপর পুলিশ অভিযুক্ত আজিজুল মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলমা বিবি ও মেয় আলপনা খাতুনকে গ্রেফতার করে । পুলিশ পক্ষ অভিযুক্তের তল্লাশি চালানো হচ্ছে । এলাকায় আর সকাল থেকে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যায় । এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে বিরোধী ।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের নগরনেপরা গ্রামে। ঘটনায় এক পুলিশ আধিকারিক জখম হয় বলে অভিযোগ।
গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে, আজিউল মিয়াঁ নামে এক কুখ্যাত দুষ্কৃতী বাড়ি ফিরেছে পরিবারের সঙ্গে দেখা করতে। নালের বিরুদ্ধে গোরু পাচার ও গুলি চালানো সহ একাধিক মামলা রয়েছে। গতকাল রাতে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে। পুলিশ দরজায় ধাক্কা মারতেই নাল মিয়াঁ ও তার এক সঙ্গী বাড়ির পেছনে প্রাচীর টপকে বের হয়। পুলিশের ঘেরাটপে পড়েছে বুঝতে পেরে এলপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। শীতলকুচি থানার পুলিশও পালটা ছয় রাউন্ড গুলি চালায়। অন্ধকারে থাকায় নাল মিয়াঁ পালিয়ে যায়। পুলিশ সূত্রে নল মিয়ার স্ত্রী ও মেয় পুলিশের উপর আক্রমন করে । এরপর পুলিশ অভিযুক্ত আজিজুল মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলমা বিবি ও মেয় আলপনা খাতুনকে গ্রেফতার করে । পুলিশ পক্ষ অভিযুক্তের তল্লাশি চালানো হচ্ছে । এলাকায় আর সকাল থেকে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যায় । এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে বিরোধী ।