শিলিগুড়ি:-
একের পর এক ড্রাগস মাফিয়া গ্রেপ্তারে সাফল্য নিউ জলপাইগুড়ি থানা।বুধবার গোপন সূত্রের ভিত্তিতে এনজেপি থানার পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার গাজা সহ গ্রেপ্তার দুই যুবক।গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গোড়ামোড় থেকে ১৫কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতরা হলেন শিলিগুড়ির শক্তিগরের বাসিন্দা টোটন আহমেদ,এবং শিলিগুড়ির গেট বাজার এলাকার বাসিন্দা বাপী মণ্ডল।উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাজা এনে শিলিগুড়িতে ঘাটি গেড়ে তা বিক্রি করার প্রচলন বহু দিনের।এই ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে বেশ সাফল্যও এসেছে শিলিগুড়ি বিভিন্ন থানা সহ মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানা।বৃহস্পতিবার ধৃত দুই যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
