শীতল চাকাবর্তী,দক্ষিণ দিনাজপুর,৯সেপ্টেম্বর:—-একাধিক দাবি নিয়ে মিছিলের মধ্যে দিয়ে অঞ্চল ডেপুটেশন দিলেন সিপিআইএম ।বুধবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৬নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতে আট দফা দাবি নিয়ে সিপিআইএম এর নেতা ও কর্মী সমর্থকরা এদিন পঞ্চায়েত প্রধানের কাছে দাবি গুলি তুলে দেন।যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী সহ আরো অনেকেই।
বুধবার সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্য সরকারের গরীব মানুষের প্রাপ্য সরকারি ঘর নিয়ে দুর্নীতি, জব কার্ড প্রাপ্য ব্যক্তি না পাওয়ার অভিযোগ,একশো দিনের কাজ বাড়িয়ে দুইশো দিন করা সহ মোট আট দফা দাবি নিয়ে একটি মিছিলের মধ্যে দিয়ে গঙ্গারামপুর ব্লকের ৬নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের পৌঁছে প্রধান সরলা সরকারকে ডেপুটেশন টি তুলে দেওয়া হয়।যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী,সদস্য জীবন সরকার,
সনাতন বর্মন,আকমন বিবি, কমরেড কৃষ্ণা কুন্ডু,সইফুর রহমান সহ আরো অনেকেই।

এবিষয়ে সিপিআইএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত চক্রবর্তী ও সদস্য সনাতন বর্মন জানিয়েছেন,আট দফা দাবি নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে ৬গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হলো।দাবি পূর্ণ না হলে আগামী দিনে আন্দোলনে নামা হবে ।
৬নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরলা সরকার জানিয়েছেন,সিপিআইএম ডেপুটেশন এর মধ্য দিয়ে যে দাবি গুলি জানালেন তা আমাদের গ্রাম পঞ্চায়েতের কোনো খামতি নেই ।