ইটাহার: একাধিক দাবির ভিত্তিতে বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করল ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটি। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিডিও অফিসে মিছিল করে এসে তাদের দাবি পূরণে দপ্তরের মূল গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয় সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। মূলত, মাসিক মানবিক প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও ট্রাই সাইকেল প্রদান, সরকারি আবাস যোজনার ঘর পাওয়ার সুবিধা প্রদান, প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়াশুনার জন্য সরকারী সুবিধা প্রদান, জিয়ারের মাল পাওয়ার সুব্যবস্থা করা, সমস্ত প্রতিবন্ধী দের অন্তরদায় কার্ড প্রদানের ব্যবস্থা সহ একাধিক দাবিতে মানবিক প্রতিবন্ধী কমিটির তরফে এই ডেপুটেশন প্রদান। জানাযায়, দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যার কথা প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোন সুরাহা না পেয়ে আজ ইটাহার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদানের মধ্য দিয়ে বিডিও অমিত বিশ্বাসের কাছে তাদের একাধিক দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান। তবে প্রশাসনের তরফে ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটির দাবিপত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানাযায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটির ব্লক সভাপতি আব্দুল মানিক, জসিমুদ্দিন আহম্মেদ, দুলাল দাস, দতন সাহা সহ অন্যান্যরা।
- উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে শুভ আচার্য রিপোর্ট