একাধিক দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুডেটশন দেওয়া হলো সোমবার।

0
296

ইটাহার,১২ই জুলাই:- একাধিক দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুডেটশন দেওয়া হলো সোমবার। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর ইটাহার ব্লক কমিটির তরফে ব্লকের বেশকিছু আশাকর্মীরা চৌরাস্তা এলাকা থেকে মিছিল করে এসে ইটাহার গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তাদের বিভিন্ন দাবি ভিত্তিক স্মারক লিপি প্রদান করেন। মূলত, করোনা পরিস্থিতিতে প্রতিমাসের ইনসেনটিভ প্রতি মাসে দিতে হবে, কাজের নিরিখে যোগ্য বেতন দিতে হবে, বিগত ৫ মাসের বকেয়া ইনসেনটিভ মেটানো সহ বিভিন্ন দাবিতে আজ ইটাহার ব্লকের আশা কর্মীরা ডেপুটেশন দিলেন বলে জানাযায়। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠনের জেলা সভাপতি মাধবী লতা পাল, ফরিদা খাতুন, মনসুরা খাতুন, অর্চনা রানী সরকার সহ অন্যান্য আশা কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here