তপন,৪ জুন : একাধিক দাবিতে তপন বিএলআরও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত সংযুক্ত কিষাণ সভা। বুধবার ডেপুটেশন দেবার আগে তপনে মিছিল বের করা হয়। মিছিলটি আরএসপির কার্যালয় থেকে বের হয়। এরপর তপনের চৌপথি,বাঘইট,কসবা এলাকা পরিক্রমা করে বিডিও অফিসে গিয়ে হাজির হয়। সেখানে বিক্ষোভ কর্মসূচি ও আরএসপি নেতা কর্মীরা বক্তব্য দেন। সেই সঙ্গে সাতজনের এক প্রতিনিধির দল বিএলআরওর কাছে গিয়ে স্মারক লিপি তুলে দেন। এদিনের দাবি গুলির মধ্যে ছিল,ভূমিহীনদের পাট্টা দেবার ব্যবস্থা করতে হবে। জমি সংক্রান্ত বিষয়ে কাজে আসা মানুষজনকে হয়রানী বন্ধ করতে হবে। ভাগদার ও বর্গাদারদের সুবিচার করতে হবে। এদিনের কর্মসূচিতে নেতৃত্বদেন আরএসপি নেতা বিমল তরফদার,আজিজুর রহমান,সারাভারত সংযুক্ত কিষাণ সভার নেতা আব্দুল জব্বার মন্ডল প্রমুখ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর একাধিক দাবিতে তপন বিএলআরও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত সংযুক্ত কিষাণ সভা