একশো দিনের টাকা না পেয়ে পথ অবরোধ ও গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল শ্রমিকরা :-
আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন রাজ্যের সমস্ত একশো দিনের শ্রমিক কে মুজুরি মিটিয়ে দেবেন রাজ্যের তাহবিল থেকে। সেই কারণে আইনবহির্ভূত ভাবে, জেলায় জেলায় শিবির করে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা একশো দিনের কাজের শ্রমিকদের কাছ থেকে তাদের আধার কার্ড, জব কার্ড ও ব্যাংক একাউন্ট এর সমস্ত তথ্য সংগ্রহ করেছে বেশ কিছুদিনের ধরে।তারপর কিছু মানুষের একাউন্টে টাকাও ঢোকে। কিন্তু প্রতিশ্রুতি মত সকলের একাউন্টে এখনো টাকা ঢোকেনি। এই কারণে সোমবার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অনেকের একাউন্টে টাকা কেন ঢোকেনি, তার খোঁজ নিতে যায় বহু একশো দিনের শ্রমিক। কিন্তু সন্তোষজনক উত্তর না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে কুমারগ্রাম বারোবিশা রাজ্য সড়ক অবরোধ করে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বি ডি ও ঘটনাস্থলে না আসবে ততক্ষন অবরোধ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারোবিশা ফাঁড়ির পুলিশ, আসেন কুমারগ্রামের যুগ্ম বি ডি ও সুবাস মন্ডল । তিনি শ্রমিকদের ফের একবার নতুন করে আবেদন করতে বলেন। এর পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পুলিশ গ্রাম পাঞ্চায়েত অফিসের তালা খুব দেয়।