একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরতের দাবিতে রাস্তায় নামলো তৃণমূল, বালুরঘাটে মিছিল করে বিক্ষোভ তৃনমুল নেতা কর্মীদের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুন ————– ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাস্তায় নামল তৃণমূল। সোমবার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বি এম হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে একটি বিরাট প্রতিবাদ মিছিল বের করেন তৃণমূল নেতৃত্বরা। মিছিলের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন ব্লকের অন্যতম নেতৃত্ব অরূপ সরকার সহ অনান্য নেতৃত্বরা। এদিন কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শ্লোগান তোলেন তৃণমূল নেতৃত্বরা। বালুরঘাট ব্লক অফিসের সামনে মিছিলটি পৌছাতেই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন নেতা কর্মীরা। চলে সেখানে দীর্ঘদিন অবস্থান বিক্ষোভও।
বালুরঘাট ব্লকের অন্যতম তৃণমূল নেতা অরুপ সরকার বলেন, একশো দিনের কাজ হয়ে যাবার পরেও টাকা পাননি সাধারণ খেটে খাওয়া মানুষেরা। যার প্রতিবাদেই এদিন মিছিল ও অবস্থান বিক্ষোভ করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা।