কোচবিহার:- একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে একের পর এক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা ঘোষণা করছেন। ঠিক সেসময়ে তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের পাল পাড়ায় “বিকশিত ভারত সংক্লপ যাত্রা ” যাত্রার প্রচারে এসে মমতা ব্যানার্জী কে ঘোষণা ব্যানার্জী বলে সম্মোধন করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন,উনি খালি ঘোষণা করেন সামনে লোকসভা নির্বাচন এসেছে, তাই আবার ঘোষণা করতে চলে এসেছে।কতটুকু পাবো, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের একশোটির বেশী প্রকল্প রয়েছে। তা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না। যার ফলে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে।২১০ টি রাজবংশী বিদ্যালয় কে রাজ্য সরকারের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এতে লোকসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হল তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরানফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায়। কর্মসূচীতে কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী জন বার্লা ছাড়াও বিজেপি তুফানগঞ্জ বিধায়ক মালতি রাভা রায় , জেলা সহ সভাপতি উৎপল দাস, ১ নম্বর মন্ডল সভাপতি যুগোল কিশোর দাস সহ অন্যান্যরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসে একের পর এক প্রকল্পের...