লক ডাউনের মধ্যে গঙ্গারামপুরের কাদিঘাট বেলবাড়ী একটি সংস্থার তরফে ২৫০জন দুস্থদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়-তুলে দেওয়া হল চারাগাছও

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ১৩জুন, দক্ষিণ দিনাজপুর ঃ-লক ডাউনের মধ্যে একটি সেচ্ছাসেবী সংস্থার তরফে বিশিষ্টজনেদের হাত দিয়ে ২৫০জন দুস্থ মানুষজনদের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।সেই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বেশ কিছু চারাগাছ তুলে দেওয়া হল ওই সংস্থার তরফে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট বেলবাড়ী সংস্থার তরফে রবিবার বিকেলে গঙ্গারামপুরের নতুন বাসষ্ট্যান্ডে এমন কর্মসুচির আয়োজন করা হয়।সেখানে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারমার্সন,বিশিষ্ট আইনজীবী থেকে একাধিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন সংস্থার এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

গঙ্গারামপুরের কাদিঘাট বেলবাড়ী এই সেচ্ছাসেবী সংস্থার সারা বছর ধরেই মানুষের পাশে থেকে আপদে বিপদে সব সময় কাজ করে যায় সকল কর্মীরা৷লক ডাউনের মধ্যে এবার এই দুস্থ প্রায়২৫০জন মানুষজনকে গঙ্গারামপুর নতুন বাসষ্ট্যান্ডে একটি অনুষ্টানের মধ্যে দিয়ে চাল,ডাল,আলু,মাস্ক, সহ বিভিন্ন ধরনের জিনিশপত্র তুলে দেওয়া হয়।ওই সমস্ত জিনিশপত্র গুলি তুলে দেন গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি পার্থ ঝা,বিশিষ্ট আইনজীবী চিরঞ্জিব মিত্র,পুলিশ আধিকারিক সহ একাধিক সহ আরো অনেকেই।উপস্থিত বিশিষ্টজনেদের হাত দিয়ে ওই সমস জিনিশপত্র তুলে দেওয়া হয়৷ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, এই সংস্থার এমন উদ্যাগকে আমি সাধুবাদ জানাই।তাছাড়া লক ডাউনের মধ্যে এমনভাবে দুস্থ মানুষজনদের পাশে সমস্ত সংস্থা এগিয়ে আসে তাহলে অনেকেই উপকৃত হয়৷ বুনিয়াদপুর মহুকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী চিরঞ্জিব মিত্র জানিয়েছেন, এমন কাজে এই সংস্থার কর্মকর্তরা এগিয়ে এসেছে মুখ্যমন্ত্রীর যে দেখানো পথ সেই পথকে সামনে রেখে।আশা করছি আগামীতে আরো অনেকেই এমনভাবে মানুষজনদের পাশে দাঁড়াবে। সেচ্ছাসেবী সংস্থার সম্পাদক কাজল শীল জানিয়েছেন,এমন সময়ে দুস্থ মানুষজনদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।এমন কাজ আগামীতেও করে যাবার চেষ্টা করবে আমাদের সংস্থা।বেশ কিছু চারাগাছ ও বিলি করা হল। সংস্থার এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই