কোচবিহার:- একটি বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরে ছবিরন্নেসা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। জানা গেছে এদিন সকালে স্কুলের ছাত্র ছাত্রীরা এসে একটি ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান তারপর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এলে তাদের জানালে শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখেন একটি দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। এরপর স্কুলের অফিসে ঢুকে দেখতে পারেন আলমারি ভেঙে নগদ টাকা এবং মিড ডে মিলের কিছু বাসন চুরি হয়েছে। স্কুলের টিআইসি কাবেরি দাস বলেন এর আগেও দুবার এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। সরস্বতী পূজার জন্য অফিসে রাখা প্রায় ২৩ হাজার টাকা এবং কিছু মিড ডে মিল এর বাসনপত্র চুরি হয়েছে দরজা ভেঙে। পাশাপাশি এলোমেলো করে রেখেছে কাগজপত্র। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।