একটি বলিও বাইরে নয়! বোল্লা কালীর পুজো নিয়ে হাইকোর্টের কঠোর নির্দেশে কড়া নজরদারি, ভক্তদের মধ্যে বিভ্রান্তি
বালুরঘাট, ৫ নভেম্বর —–তিনশো বছরের ঐতিহ্যে আঁকা বোল্লা রক্ষাকালীর পুজো এবার আদালতের কড়া নজরদারির মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের প্রাচীন এই পুজো ঘিরে গত বছরের বিতর্কের পর, এ বছর পাঠাবলি নিয়ন্ত্রণে মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে। বিচারপতি সুজয় পাল ও পার্থ সারথী সেনের বেঞ্চের নির্দেশ— “সুনির্দিষ্ট জায়গার বাইরে একটি বলিও নয়।”
আদালতের রায়ে বলা হয়েছে, পুজো কমিটি কেবলমাত্র দুটি পশু বলি দিতে পারবে, তাও মন্দির প্রাঙ্গণের নির্দিষ্ট ও চারদিক ঘেরা স্থানে। গর্ভবতী, অসুস্থ বা তিন মাসের কম বয়সী পশুর বলি সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি এক বলির পর অন্য বলির মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান রাখতে হবে, যাতে একটি পাঠা অন্যটির বলি প্রত্যক্ষ না করে।
রাজ্য সরকার ও পুজো কমিটিকে জনসচেতনতা বৃদ্ধির দায়িত্বও দিয়েছে আদালত। তবে পুজোর একদিন আগে পর্যন্ত তেমন প্রচার না হওয়ায় ভক্তদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও বোল্লা রক্ষাকালী মাতা মন্দির ট্রাস্টের সভাপতি মানস রঞ্জন চৌধুরী দাবি করেছেন, “আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। বলি হবে নির্দিষ্ট স্থানে, আর বেশিরভাগ ভক্তদের উৎসর্গ করে পাঠা ছেড়ে দিতে উৎসাহিত করা হচ্ছে।”
প্রশাসনের কঠোর নজরদারিতে ও আদালতের নির্দেশ মেনে এবার অনুষ্ঠিত হতে চলেছে বোল্লার ঐতিহ্যবাহী রক্ষাকালীর পুজো। তবুও বলি-পদ্ধতি নিয়ে আবেগ, বিতর্ক ও ঐতিহ্যের টানাপোড়েন এখনো ছায়া ফেলছে মেলার আবহে।

















