একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় ব্যাংকের উদ্বোধন করা হলো

0
256

হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১২ ই আগস্ট :-শুক্রবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় ব্যাংকের উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দি পাড়া এলাকায়।এদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করা হয় এই সমবায় ব্যাংকটির।খুশি হয়েছেন এলকার সকলেই।
দক্ষিণ দিনাজপুর জেলার মূলত কৃষি প্রধান জেলা , সেই জেলার হরিরামপুর ব্লকের বেশিরভাগ মানুষ কৃষিজীবী,সেই কৃষকদের কথা মাথায় রেখে শুক্রবার বিকেলে হরিরামপুর ব্লকের মেহেন্দি পাড়ায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় ব্যাংকের উদ্বোধন করা হয়। ফিতে কেটে কৃষি সমবায় ব্যাংকের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিপ্লব মিত্র,এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সারদুল মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাটের এ আর সি এস সুমন সরকার, হরিরামপুর ও বংশী হারি ব্লকের সি আই পিনাকী শানয়াল , জেলা বালুরঘাটের, সি আই রুপম সাহা, রায়গঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার ভারত সিং সরকার, বিশিষ্ট সমাজসেবী তথা হরিরামপুর ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস,পু ন্ডরি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনোদনী বর্মন,উপ প্রধান আশরাফুল হক সহ আরো অনেকেই।সমবায় ব্যাংক উদ্বোধনের পাশাপাশি একে অপরকে রাখি পড়িয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন সকলেই মিলে।।

এবিষয়ে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, আজকের এই সমবায়ী ব্যাংকের উদ্বোধনের ফলে হরিরামপুর ব্লকের যে সমস্ত কৃষকেরা আছে তারা এই সমবায় ব্যাংক থেকে কম সুদে লোন নিয়ে কৃষকেরা ফসল উৎপাদন করতে পারবে এর ফলে কৃষকেরা অনেকাংশই লাভবান হবে।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এ আর সি এস সুমন সরকার জানান, হরিরামপুরের কৃষকদের স্বার্থে আজকের এই সমবায় ব্যাংকের, উদ্বোধন হলো এই এলাকায় আগামী দিনে হরিরামপুর ব্লকের সমস্ত কৃষকেরা এই সমবায় ব্যাংক থেকে লোন নিয়ে ফসল উৎপাদন করে উন্নতির দিকে এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here