একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান কর্মসূচির আয়োজন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।

0
352

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 22 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান কর্মসূচির আয়োজন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।মঙ্গলবার সন্ধ্যায় বেলবারি এলাকায় পুষ্পস্তবক সহ বিভিন্ন জিনিস পত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রকে।এছাড়াও সেখানে অন্যান্য তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন।


মন্ত্রীর হাত দিয়ে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয় যোগদানকারীদের হাতে।
রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর পদে বিপ্লব মিত্র দায়িত্ব ভার পাওয়ার পর থেকেই জেলার বিভিন্ন সংগঠনের তরফে তাকে সংবর্ধনা দেওয়ার হিড়িক পড়ে যায়।মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাত্তন কাউন্সিলর অমিতা সরকার বিশ্বাস ও ওয়ার্ডের তৃণমূল কর্মীদের নেতৃত্বে বেলবারী এলাকায় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্রের সংবর্ধনার আয়োজন করেন।

এদিন প্রথমে বাজি ফাটিয়ে, বাজনা বাজিয়ে আদিবাসীর নিত্যের মাধ্যমে অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত বিপ্লব মিত্রকে নিয়ে যাওয়া হয়।এরপর পুষ্পস্তবক ও অন্যান্য জিনিস পত্র দিয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে সংবর্ধনা দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপারসন প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারপারসন সুব্রত মুখার্জি, পৌরসভার সদস্য তুলসী প্রসাদ রায়, অমিতা বিশ্বাস,গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব সেন,তৃণমূল স্থানীয় নেতা অরিন্দ্রম ঘোষ,পিন্টু ঘোষেদের।


সংবর্ধনা শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এলাকারই ৭০ টি পরিবার।তৃণমূল যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।


এবিষয়ে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছে,রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম দেখেই বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন অনেকেই।


এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার প্রাত্তন কাউন্সিলর অমিতা বিশ্বাস জানিয়েছেন,রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হলো,পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেই প্রায় ৭০টি পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here