তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে গঙ্গারামপুরের ১০নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পৈতাদিঘী পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলনের পরে মিছিল করে জেলা পার্টি অফিসে উপস্থিত হলেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা
গঙ্গারামপুর ১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলনের পরে মিছিল করে জেলা অফিসে উপস্থিত হলেন একাধিক নেতৃত্বরা। দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়ি এলাকায় ১০নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পৈতাদীঘিতে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ন বর্মন দলীয় পতাকা উত্তোলন করেন।সেখানে একাধিক অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন।পরে এক বিরাট মিছিল গঙ্গারামপুর স্টেডিয়াম থেকে জেলা তৃণমূল পার্টি অফিস নিউমার্কেটে নারায়ণ বর্মনের নেতৃত্বে হাজির হয়। তৃণমূল নেতা ও কর্মী সমর্থকদের উপস্থিতির সংখ্যা ছিল বিরাট। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই গঙ্গারামপুর ব্লকের ১০নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পৈতাদীঘিতে দলের পতাকা উত্তোলন করেন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ন বর্মন, সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি আবু হায়দার আলী, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুর আমিন মিয়া, ১০ নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মফিজ উদ্দিন মিয়া সহ একাধিক অঞ্চল তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন করার পরে এক বিরাট মিছিল গঙ্গারামপুর স্টেডিয়ামে এসে জড় হয়। যে মিছিলটি নারায়ণ বর্মনের নেতৃত্বে পায়ে হেঁটে জেলা তৃণমূলে দলীয় কার্যালয় নিউমার্কেটে এসে পৌঁছায়। এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের ১০ নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণ বর্মন জানিয়েছেন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি জেলা তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন মিছিল করে অংশগ্রহণ করা হয়েছে। প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী, নেতৃত্বরা মিছিল অংশগ্রহণ করেছিল।দল আরো শক্তিশালী হবে। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুর আমিন নিয়ে জানিয়েছেন,দলের প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি জেলা তৃণমূলের অফিস নিউমার্কেটে উদ্বোধনে অংশগ্রহণ করা হয়েছিল।ভালো লাগছে কর্মীদের মনোবল আরো ভালো হবে। তৃণমূলের ১০নম্বর উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির নেতৃত্বে মিছিলে ভিড় হয়েছিল ব্যাপক।