শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ২৬ জুলাই দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজের সূচনা করা হলো।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর কলোনির বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর সূচনা করা হয় বুধবার সকালে খুঁটি পুজো মধ্য দিয়ে।পুজোতে মেতে ওঠে উক্ত এলাকার প্রত্যেকটি পরিবারের মানুষজনেরা। পুজো কমিটির উদ্যোক্তাদের কথায়,প্যান্ডেল থেকে প্রতিমা ,আলোকসজ্জাতে থাকবে তাদের বিরাট চমক। দুর্গাপূজা নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানও। করা হবে প্রসাদ বিতরণ। সকলেই মিলিতহন পুজোর এর কয়েকটা দিন। এলাকাবাসীরা যেন অন্যভাবে আনন্দের সঙ্গে সকলে মিলে একে অপরকে নিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পালন করে থাকেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোতে।
গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এবছর ৬ তমবর্ষে পদার্পণ করল। এই পুজোতে ইন্দ্রনারায়নপুর কলোনির বাজারপাড়া সকলেই মিলিতভাবে করে থাকেন। বুধবার খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজের সূচনা করা হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাজনার মধ্য দিয়ে খুঁটি পূজার কাজের সূচনা হয়। ২০১৮ সালে এই পুজোর সূচনা করেন ওই এলাকার বাসিন্দা শঙ্কর রায়, বিজয় জয়সওয়াল, রঘু দত্ত, বাসু রায়, সহ উক্ত এলাকার বহু বাসিন্দারা মিলে। প্রতিবছরই এই পুজোতে প্যান্ডেল থেকে প্রতিমা বা আলোকসজ্জা থাকে বিরাট আকারে চমক। শহর এলাকার যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলি হয় তার মধ্যে ইন্দ্রনারায়নপুর বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।
পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, বালুরঘাটের প্যান্ডেল, সেই সঙ্গে গঙ্গারামপুর মৃৎশিল্পীর হাতে তৈরি প্রতিমা, আলোকসজ্জা,সবেতেই থাকতে তাদের বিরাট চমক। আর পাঁচটি বিগ বাজেটের পুজোকেও তারা এবার ছাপিয়ে গিয়ে বড় ধরনের পুজোর প্রস্তুতি দিয়েছে বলে জানা গেছে।
ইন্দ্র নারায়নপুর বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো কমিটির এবছরের সম্পাদক বিজয় জয়সওয়াল জানালেন, ইন্দ্রনারায়নপুর বাজারপাড়া সর্বজনীন দুর্গাপুজো হলেও এই পুজোতে আমরা সকলেই পেতে উঠি। খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেলের কাজের সূচনা করা হলো। এবারও বিশেষ আকর্ষক থাকছে তাদের পূজো নিয়ে।
এলাকার বাসিন্দা তথা পুজোর এক অন্যতম প্রবীণ সদস্য রঘু দত্ত জানিয়েছেন,দুর্গা পূজার মধ্য দিয়ে আমরা সকলেই চাই বিশ্বে শান্তি ফিরে আসুক।মা সকলকে ভালো রাখুক,সেই কামনাই করি আমরা এই পুজো কমিটি তরফে।
আরেক এলাকাবাসী জানালেন,পুজোতে প্রতিমা ,প্যান্ডেল,আলোকসজ্জা থেকে পুজো দিয়ে বিশেষ অনুষ্ঠানে থাকছে তাদের। আর পাঁচটি পুজোকে তারাই এবার ছাপিয়ে যাবে বলে তিনি দাবি করেন। পূজো নিয়ে থাকছে বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের কাজও।
এবছরে যে গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর বাজারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সে বিষয়ে বলার আর অপেক্ষায় রাখে না।