পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৫ সেপ্টেম্বর— একই রাতে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। শনি মূর্তি তুলে নিয়ে যাবার চেষ্টা দুস্কৃতিদের, উধাও প্রণামীর বাক্সের টাকা পয়সাও। রবিবার দুপুরে বালুরঘাটের খাদিমপুর বটতলা এলাকার ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বাসিন্দাদের সাথে কথোপকথনের পাশাপাশি এলাকার বিভিন্ন বাড়িতে লাগানো সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

এলাকার বাসিন্দা মদন মৈত্র জানিয়েছেন, চোরের অত্যাচারে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তারা ব্যবসা করবেন কীভাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন। একই রাতে দুটো মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।






















