একইদিনে দুই রাস্তার শিলান্যাস, বালুরঘাটে গতি পেল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প
বালুরঘাট, ৩ ডিসেম্বর —- বালুরঘাট শহরে উন্নয়নের গতি বাড়াতে আরো একধাপ এগোল বালুরঘাট পুরসভা। আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পকে সামনে রেখে একইদিনে প্রায় ১৫ লক্ষ টাকার দুইটি রাস্তার শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। শুক্রবার ১ ও ৮ নম্বর ওয়ার্ডে সিসি রোড ও প্লেবার ব্লক রাস্তার কাজের সূচনা হয় নারকেল ফাটিয়ে ও ফুল ছিটিয়ে। উপস্থিত ছিলেন দুই ওয়ার্ডের কাউন্সিলররা, পুরসভার ইঞ্জিনিয়ারসহ স্থানীয় বাসিন্দারা।
চেয়ারম্যান অশোক মিত্র জানান, এই প্রকল্পে শহরজুড়ে মোট এক কোটি কুড়ি লক্ষ টাকার ব্যয়ে প্রায় ২০টি রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এদিন দুটি ওয়ার্ডে রাস্তার শিলান্যাস করা হল। পুরসভার দাবি, শহরের প্রতিটি গলি পাবে উন্নয়নের আলো—বালুরঘাটের মানচিত্রে লেখা হবে নতুন আধুনিকতার অধ্যায়।




















