রায়গঞ্জ:-” এই রাজ্যে একজন ভুয়ো মুখ্যমন্ত্রী আছেন আর সেকারনেই এরাজ্যে ভুয়ো ও জাল কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আসল ভ্যাকসিন খোলাবাজারে কালোবাজারির মাধ্যমে চড়া দামে বিক্রি হচ্ছে ” রাজ্যে কোভিড ভ্যাকসিন দুর্নীতি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু। বুধবার রায়গঞ্জ বোগ্রামে চায়ে পে চর্চায় যোগ দিতে এসে রাজ্য সরকারের কোভিড ভ্যাক্সিনেশন প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু বলেন, পর্যাপ্ত কোভিড টীকা রয়েছে। কিন্তু দেবাঞ্জনের মতো প্রচুর লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছেন। আসল ভ্যাকসিন খোলাবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আর হেলথ্ ক্যাম্পের মাধ্যমে ভুয়ো ও জাল ভ্যাকসিন সাধারন মানুষকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, আমাদের রাজ্যে জাক ভ্যাকসিন ভুয়ো ভ্যাকসিনের শব্দটা এসেছে অন্য কোনও রাজ্যে নেই, কেননা এরাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো। ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ” এই রাজ্যে একজন ভুয়ো মুখ্যমন্ত্রী আছেন আর সেকারনেই এরাজ্যে ভুয়ো ও...