এই প্রখর রোদে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা৷ তা সত্ত্বেও কিছু দিনের জন্য স্কুল ছুটি কিংবা সকালে স্কুল করার ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ চোখে পড়ছে না৷

0
333

উত্তর দিনাজপুরঃ-এই প্রখর রোদে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা৷ তা সত্ত্বেও কিছু দিনের জন্য স্কুল ছুটি কিংবা সকালে স্কুল করার ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ চোখে পড়ছে না৷ এই পরিস্থিতিতে এবারে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩৬ জন পড়ুয়া।মঙ্গলবার ক্লাসে ৪৬ জন ছাত্র আসে। তাদের মধ্যে ৩৬ জনই অসুস্থতা বোধ করে। পড়ুয়াদের সারা শরীর চুলকোতে শুরু করে৷ গরমে শরীরে র‍্যাশ হয়ে যায়।

গুরুতর অসুস্থ হওয়ার আগেই প্রাথমিক চিকিৎসা করার পরে ৩৬ জন ছাত্রকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের সহকারী শিক্ষক পার্থ কুমার দাস জানিয়েছেন, ক্লাসরুমে ঢুকেই তিনি দেখেন অধিকাংশ পড়ুয়া  ছটপট করছে৷ সেই সঙ্গে শরীরে চুলকোচ্ছে। পরে প্রধান শিক্ষকের নির্দেশে তাদের হাসপাতালে নিয়ে যান। এলার্জি থেকেই সম্ভবত এরকম সমস্যা হয়েছিল। এদিকে এই ঘটনায় আতংকিত স্কুলের পড়ুয়ারা৷ গরম যেভাবে পড়ছে তাতে গরমের হাত থেকে রেহাই পেতে ইতিমধ্যেই মনিং শিফটে স্কুল এগিয়ে আনার দাবি তুলেছেন অভিভাবকেরা। তবে এই ঘটনার পর প্রশাসন পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here