মালদা:১০ অক্টোবর:-মহাচতুর্থীর রাত্রে মালদার চাঁচলে বড়সড় ডাকাতির ছক বানচার করল পুলিশ।পুলিশের খপ্পরে আগ্নেয়াস্ত্র সহ চারজনের কুখ্যাত ডাকাত দল।গোপন সূত্রের খবর পেয়ে চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগানে অভিযান পুলিশ তাদের গ্রেফতার করে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল,এক রাউন্ড গুলি,একটি হাসুয়া,একটি ছুরি ও বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর বাইক তাদের মোবাইল ফোন।

চাঁচল থানার গৌরহন্ডের একটি আমবাগানে হরিশ্চন্দ্রপুর,ইটাহার ও চাঁচল থেকে বেশ কিছু দুস্কৃতি ডাকাতির উদ্দ্যেশে জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাধারণ পোশাকে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে ধৃতরা হাসিবুল(৪৫),মজিবুর রহমান (২৬)
এরা চাঁচল এলাকার বাসিন্দা।এবং বাবর আলি(৩৫)হরিশ্চন্দ্রপুরের ও রাজ্জাক আলি(৫৫) উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানায়,ধৃতরা কুখ্যাত ডাকাত বলেই পরিচিত।এরা শহরের একটি ব্যবসায়ী দোকানে ডাকাতির ছক কষছিল বলে খবর ছিল।গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে পেরেছি।ধৃতদের রবিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।