উন্মুক্ত মঞ্চে জমকালো ফ্যাশন শো র আয়োজন বালুরঘাটে। সাংবাদিক বৈঠক করে ঘোষণা সুকন্যাস একাডেমির
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ মার্চ ——– জমকালো ফ্যাশন শো কে সামনে রেখে সাংবাদিক বৈঠক সুকন্যাস একাডেমির। চলে কর্মশালাও। রবিবার ছুটির দিনকে সামনে রেখে শহরের একটি বেসরকারী লজে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। যেখানে সুকন্যাস একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা। যেখানেই তারা জানিয়েছেন আগামী ১৭ ই মার্চ দিনটিতে শহরের বুকে এই প্রথম একটি উন্মুক্ত মঞ্চে আয়োজিত হতে চলেছে ফ্যাশন শো। যেখানে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহন করবে। বেশকিছু বিষয়ের উপরেই থাকবে এই ফ্যাশন শো টি। শুধু তাই নয়, নাচ গানের মতো এই ফ্যাশন শো যে ছেলে মেয়েদের স্মার্ট হবার ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় তারও ব্যাখ্যা করেছেন উদ্যোক্তারা।
সুকন্যাস একাডেমির পক্ষে সুকন্যা শীল বলেন, বেশকিছু বিষয় নিয়ে শহরের কংগ্রেস ভবন মাঠে এই প্রথম উন্মুক্ত মঞ্চে ফ্যাশন শো আয়োজিত হবে। পুরুষ- মহিলা, শিশু বিভাগের পাশাপাশি আদিবাসীদের নিয়েও তারা একটি বিশেষ নজরকাড়া প্রদর্শনী রাখছেন। যে মঞ্চ থেকে বিভিন্ন পেশার সাথে যুক্ত বিশিষ্টজনদের সংবর্ধিত করবে তাদের এই সংস্থা।