উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস, বাড়ি বাড়ি পৌঁছে দিল রাজ্য সরকারের উন্নয়নের বার্তা

0
40

হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর:
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী গ্রাম পঞ্চায়েত এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হল “উন্নয়নের পাঁচালী” কর্মসূচি। হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের কথা তুলে ধরা হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, আবাসন সহ রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুফল সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেন। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছে। এই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
এদিনের কর্মসূচিতে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলার অন্যতম নেতা শার্দুল মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোজিৎ দাস, জেলা পরিষদের সদস্য আরজান খাতুন, পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের প্রধান শাজাহান বাদশা এবং পুন্ডরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সরকার-সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
স্থানীয় নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কীভাবে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতে আরও কী কী উন্নয়নমূলক কাজ করা হবে তার রূপরেখা। সাধারণ মানুষও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সরকারের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সব মিলিয়ে, পুন্ডরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত “উন্নয়নের পাঁচালী” কর্মসূচি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসংযোগ ও জনসচেতনতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠল বলেই মত রাজনৈতিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here