উদ্যান পালন সপ্তাহকে সামনে রেখে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন, ৫০ জনকে দেওয়া হল সবজি চাষের প্রশিক্ষণ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ আগস্ট––– উদ্যান পালন সপ্তাহকে সামনে রেখে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন । মঙ্গলবার সংশোধনাগারের আবাসিকদের সবজি চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে উদ্যান পালন দপ্তরের তরফে। একইসাথে এদিন জেলা উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে সংশোধনাগারের ভেতরে বেশ কিছু বৃক্ষরোপণও করা হয়েছে। জেলা সংশোধনাগার সুত্রের খবর অনুযায়ী এদিন সংশোধনাগারের প্রায় ৫০ জন আবাসিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক সাহেব পাল, জেলা কৃষি দপ্তরের আধিকারিক অনির্বাণ লাহিড়ী, বালুরঘাট সংশোধনাগারের সুপার নবীন কুজুর সহ অন্যান্যরা।
বালুরঘাট জেলা সংশোধনাগারের সুপার নবীন কুজুর জানিয়েছেন, আবাসিকদের সবজি চাষের প্রতি উৎসাহ বাড়াতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উদ্যান পালন দপ্তরের তরফে। পাশাপাশি বেশকিছু বৃক্ষ রোপণও করা হয়েছে।