উদ্বোধনের আগেই পূজা মণ্ডপে আগুন লেগে বিপত্তি বালুরঘাটের ত্রিধারা ক্লাবে, বিষন্নতার ছাপ ক্লাব উদ্যোক্তাদের মুখে

0
788

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ অক্টোবর—  উদ্বোধনের আগেই পূজা মন্ডবে আগুন লেগে বিপত্তি বালুরঘাটে। বিষন্নতার ছাপ ক্লাব উদ্যোক্তাদের মুখে। রবিবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ত্রিধারা ক্লাবে। অল্পবিস্তর ক্ষতি হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শহরের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। যদিও এমন দুর্ঘটনার ফলে পুজোর প্রতিযোগিতার লড়াই নিয়ে কিছুটা দুশ্চিন্তায়  ক্লাব কর্তৃপক্ষ।


       ৫৬ তম বর্ষে এবারে বালুরঘাটের ত্রিধারা ক্লাবের থিম রয়েছে ঘরে বাইরে। স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি করা হচ্ছিল দেবী প্রতিমা ও মঞ্চসজ্জা। এদিন সকালে হঠাৎ করে ক্লাবের বাইরে থেকে ধোঁয়া লক্ষ করেন প্রাতঃভ্রমণকারী কিছু বাসিন্দা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছু সময় পরে ক্লাব কতৃপক্ষ ও দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবারও পঞ্চমীতে ত্রিধারা ক্লাবের উদ্বোধন পর্ব ছিল। কিন্তু তার আগেই সাতসকালে আচমকা আগুন লেগে যাওয়ায় এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে পিছু হঠেন উদ্যোক্তারা। 


ত্রিধারা ক্লাবের পুজো কমিটির সম্পাদক তপব্রত দত্ত বলেন, লাইট থেকে আগুন লেগেই বিপত্তি ঘটেছে। সামান্য ক্ষয়ক্ষতি হলেও কিছুটা থমকে গিয়েছেন তারা। দমকলের তৎপরতায় এদিন আগুন নেভানো সম্ভবপর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here