উদ্ধার প্রচুর পরিমাণে বহুমূল্য বার্মাটিক কাঠ

0
216

জলপাইগুড়িঃ-

দুরপাল্লার লরিতে সারি সারি আদার বস্তা। লরি চালকের দাবি, ভিনরাজ্য থেকে আদা আমদানি করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়। কিন্তু লরি চালকের কথা’তে সন্তুষ্ট হতে পারেননি বনদফতরের বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত। তার নির্দেশে লরিতে তল্লাশি শুরু করে বনকর্মীরা। তল্লাশির সময় আদার বস্তা সরাতেই চোখ কপালে ওঠে বনকর্মীদের। দেখা যায়, আদার বস্তার নীচে রাখা প্রচুর পরিমাণে বহুমূল্য বার্মাটিক কাঠ। এরপরই গ্রেফতার করা হয় ভিনরাজ্যের বাসিন্দা ওই লরিচালককে। বাজেয়াপ্ত করা হয় ট্রাক সহ বার্মাটিক কাঠগুলি।
জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে জলপাইগুড়ির পানিকৌড়ি এলাকা সংলগ্ন ৩১নং জাতীয় সড়কে রুটিনমাফিক টহলদারি করছিল বেলাকোব রেঞ্জের বনকর্মীরা। সেইসময় দ্রুতগতিতে আসা ওই লরিটিকে দেখে সন্দেহ হওয়ায় দাড় করিয়ে তল্লাশি করা হয়। তাতেই উদ্ধার হয় আদার বস্তার আড়ালে লুকানো বার্মাটিক কাঠগুলি।যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। আসামের গুয়াহাটি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত সুনীল কুমার রাজস্থানের বাসিন্দা। তাকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here